ঢাকা অফিস: রাজধানীর কলাবাগান থানার হাতিরপুল এলাকার একটি ফ্ল্যাট থেকে পিনাক রঞ্জন সরকার (২৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পিনাক বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে হাতিরপুলের ওই ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত পিনাক রঞ্জন সরকারের গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর জেলার টিএন রায় রোডে। তিনি হাতিরপুলের ওই ফ্ল্যাটে এক বন্ধুর সাথে মেস ভাড়া করে থাকতেন।
ঝিনাইদহে বিল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
পিনাকের বন্ধু ও রুমমেট জাহিদ জানান, সোমবার সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে পিনাক তাকে মেসেজ করে বাসায় ফিরতে নিষেধ করেন। পরে তিনি পিনাকের মেসেঞ্জার স্টোরিতে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা দেখতে পান।
জাহিদ বলেন, আমরা দুইজন ফ্ল্যাট ভাড়া করে থাকতাম। পিনাক একটি রুমে থাকতো, আমি ড্রয়িং রুমে থাকতাম, আরেকটি রুম ফাঁকা ছিল। আমি অফিস থেকে ফিরে দেখি পাশের ফাঁকা রুমটির দরজা ভেতর থেকে লক করা।
তিনি আরো জানান, অনেক ডাকাডাকি ও ধাক্কাধাক্কি করেও দরজা না খোলায় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় পিনাকের ঝুলন্ত লাশ দেখতে পায়।
ঘাস কাটতে গিয়ে মিললো তরুণের অর্ধগলিত লাশ
জাহিদ বলেন, পিনাক ঢাবির ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের মাস্টার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলো। সে বিদেশে স্কলারশিপের জন্য চেষ্টা করছিলো। মাসখানেক ধরে তাকে কিছুটা বিষণ্ণ মনে হলেও, সে যে এমন কিছু করতে পারে তা আমরা ভাবতে পারিনি। সকালেও সে তার বাবার সাথে স্বাভাবিকভাবেই কথা বলেছে।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা রাতে হাতিরপুলের ওই ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
তিনি আরো জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
স্বাআলো/এস