নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুরে সাবিনা খাতুন (১৭) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ মার্চ) উপজেলার কুলটিয়া ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই ছাত্রীর ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
ছাত্রীনিবাস থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার
সাবিনা খাতুন বাগডাঙ্গা গ্রামের আবদুল জলিলের মেয়ে। সে উপজেলার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলো।
ঢাবির কোয়ার্টার থেকে ছাত্রীর লাশ উদ্ধার
বাগডাঙ্গা গ্রামের বাসিন্দা স্থানীয় ইউপি সদস্য আবদুর রউফ জানান, নির্বাচনী পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিয়েছিলো সে। তার বিরুদ্ধে পরীক্ষার হলে নকলের অভিযোগ ওঠে। পরীক্ষার কক্ষে দায়িত্বরত শিক্ষক দেড় ঘণ্টা তার খাতা আটকে রাখায় সে আর লিখতে পারেনি। কলেজ থেকে বাড়ি ফিরে একটি কাগজে সব ঘটনা লেখে সাবিনা। এরপর তার ঘরের দরজা লাগিয়ে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। একসময় মেয়ের সাড়াশব্দ না পেয়ে এবং ঘরে ওই দৃশ্য দেখে তার মা চিৎকার দেন। এরপর আশপাশের লোকজন এসে সাবিনার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
স্বাআলো/এস