ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় ৩০টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এছাড়া অনেক হাসপাতাল আবার এমন এক অবস্থার মধ্যে রয়েছে যে তারা শুধু জরুরি সেবা দিতে পারছে। অন্যান্য রোগীদের সেবা দেয়া সম্ভব হচ্ছে না। গাজার আল নাসর হাসপাতালে শুধু জরুরি বিভাগ চালু রয়েছে। সেখানকার আর সব বিভাগের কার্যক্রম এখন বন্ধ রাখা হয়েছে।
জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস, প্রত্যাখ্যান ইসরায়েলের
আগামী কয়েক দিন বা কয়েক ঘণ্টার মধ্যেই আরো কিছু হাসপাতালও তাদের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হবে। এখনই জরুরি ভিত্তিতে গাজায় জ্বালানি সরবরাহ করা না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠবে।
গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আট হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
স্বাআলো/এস