মালয়েশিয়ার পরবর্তী রাজা হচ্ছেন দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের সুলতান ইব্রাহিম সুলতান ইসকান্দর।
শুক্রবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে বলেছেন, সুলতান ইব্রাহিম বর্তমান বাদশাহ আল-সুলতান আবদুল্লাহর কাছ থেকে ৩১ জানুয়ারি এ দায়িত্ব গ্রহণ করবেন। খবর রয়টার্সের।
মালয়েশিয়ায় রাজা মূলত একটি আনুষ্ঠানিক ভূমিকা পালন করে থাকেন। কিন্তু দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতার কারণে রাজতন্ত্র আরো প্রভাবশালী হয়ে উঠেছে। ফলে ক্ষমতাসীন রাজা তার বিবেচনামূলক ক্ষমতা ব্যবহার করতে আরো বেশি করে প্ররোচিত হচ্ছেন।
ফিলিস্তিনে খাদ্য ও ওষুধ পাঠানোর ঘোষণা মালয়েশিয়ার
মালয়েশিয়ার স্বাধীনতার পর থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলো ইউনাইটেড মালয়েস ন্যাশনাল অর্গানাইজেশন নামক রাজনৈতিক দল। কিন্তু গত নির্বাচনে তাদের পরাজয়ের পরই দেশটিতে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। এই সুযোগেই নিজের ক্ষমতার ব্যবহার শুরু করেন রাজা আল-সুলতান।
দোষী ব্যক্তিদের ক্ষমা করার ক্ষমতাও রাজার আছে। ২০১৮ সালে আল-সুলতানের পূর্বসূরি, সুলতান মুহাম্মদ পঞ্চম বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ক্ষমা করেছিলেন। তিনি তখন যৌনতা এবং দুর্নীতির অভিযোগে কারাগারে বন্দী ছিলেন।
স্বাআলো/এস