খুলনায় শীতের তীব্রতা বেড়েছে। আজ শুক্রবার (৩ জানুয়ারি) ভোর থেকেই ঘন কুয়াশায় মোড়ানো ছিলো চারপাশ। দুপুর ১২টা পর্যন্ত রোদের দেখা মেলেনি।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, চলতি জানুয়ারিতে শীত জেঁকে বসতে পারে। এমন কুয়াশা আরো দুই-তিনদিন থাকবে। এরপর কুয়াশা কেটে গেলে রাতের তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ আসতে পারে। এমাসে খুলনায় রাতের তাপমাত্রা কমে ১০ ডিগ্রির নিচে নেমে আসতে পারে।
আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি জানুয়ারিতে একটি থেকে তিনটি মৃদু থেকে মাঝারি এবং একটি থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মিজানুর রহমান বলেন, খুলনাতে আজকের তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিলো। ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কয়রায় ছিলো। আগামী দুই থেকে তিনদিন এ অবস্থা থাকতে পারে।
স্বাআলো/এস