ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) যেসব সরকারি কর্মকর্তা অভিযানে সহিংস সহিংসতা পরিচালনা করছেন, তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
রবিবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গাজার পশ্চিমতীরে ব্যাপক সহিংসতা চলছে এবং অবশ্যই তা বন্ধ করতে হবে। ইসরায়েলে যদি আগ্রাসন বন্ধ না করে, তাহলে তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
গাজায় স্কুলে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৫০
ভিসা নিষেধাজ্ঞা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল যদি পশ্চিমতীরে সহিংসতা অব্যাহত রাখে, সে ক্ষেত্রে ভিসা ওয়েইভার প্রোগ্রাম থেকে ইসরায়েলকে বাদ দেয়াসহ দেশটির রাজনীতিবিদ ও সামরিক-সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ জারি করার মতো যথেষ্ট সুযোগ মার্কিন সরকারের হাতে রয়েছে।
স্বাআলো/এস