শুক্রবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বেশ কয়েকটি বার্তা এবং একটি ভিডিও পোস্ট করেন খামেনি।
এক্সবার্তায় তিনি বলেন, ইরানে হামলা করে জায়নবাদী শাসকগোষ্ঠী একটি বড় ভুল, গুরুতর অপরাধ এবং চরম বেপরোয়া আচরণ করেছে। আল্লাহর কসম, এই হামলার ফলাফল হবে গুরুতর এবং জায়নবাদী শাসকগোষ্ঠী ধ্বংস হয়ে যাবে।
তিনি আরো বলেন, জায়নবাদীদের হামলায় ইরানে যারা নিহত হয়েছেন তাদের রক্ত ইরানের জনগণ বৃথা যেতে দেবে না, নিজেদের আকাশসীমায় অনুপ্রবেশও সহ্য করবে না। খামেনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রস্তুত। দেশের সর্বস্তরের মানুষ তাদের পাশে আছেন।
ইরান-ইসরায়েল সংঘাতে উদ্বিগ্ন মোদি, নেতানিয়াহুকে দ্রুত শান্তি ফেরাতে তাগিদ
প্রসঙ্গত, গত ১৩ জুন শুক্রবার ভোর ৪টার দিকে ইসরায়েলের বিমানবাহিনী (আইএএফ) ইরানের রাজধানী তেহরানসহ অন্তত ৮টি শহরে বড় ধরনের বিমান হামলা চালায়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলায় ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং এতে অন্তত ১০০টি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের কর্মকর্তারা জানান, হামলায় অন্তত ৭৮ জন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়েছেন।
এর জবাবে শুক্রবার মধ্যরাতে ইরানও ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবসহ অন্যান্য শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলায় অন্তত ৪১ জন ইসরায়েলি আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আরেকটি এক্সবার্তায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন, এই অশুভ, ঘৃণ্য এবং সন্ত্রাসী জায়নবাদীদের শক্ত জবাব দেওয়ার সময় এসেছে এবং আল্লাহর ইচ্ছায় আমরা তা দেবো। তাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না। জায়নবাদীদের জীবন নিশ্চিতভাবে কঠিন এবং তিক্ত করে তোলা হবে। যে ঘৃণ্য অপরাধ তারা করেছে, এরপর তারা আর নিরাপদে পালিয়ে যেতে পারবে না।
খামেনির এই কঠোর বার্তা মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র হওয়ার ইঙ্গিত বহন করছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করছে।
সূত্র: এএফপি
স্বাআলো/এস