আন্তর্জাতিক

নেপালে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো দিল্লিও

| October 3, 2023

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। এর মধ্যে রিখটার স্কেলে একটির মাত্রা ছিলো ৬ দশমিক ২। অন্যটির মাত্রা ছিলো ৪ দশমিক ৬। মাত্র আধা ঘণ্টার ব্যবধানে দেশটিতে আঘাত হানে এ দুটি ভূকম্পন। ভারতের রাজধানী নয়াদিল্লিতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) বাংলাদেশের স্থানীয় সময় ৩টা ২১ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে। শক্তিশালী দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে ৩টা ২১ মিনিটে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, হেমান্তবাদা এলাকা থেকে দুই কিলোমিটার দূরে ছিলো এর উৎপত্তিস্থল।

এদিকে ভারতের ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি টুইট বাতায় ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ২ বলে জানিয়েছে।

এর আগে ২টা ৫৫ মিনিটে নেপালে আরো একটি ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিলো ৪ দশমিক ৬। ভাটিখোলা থেকে তিন কিলোমিটার দূরে ছিলো এর উৎপত্তিস্থল।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply