আন্তর্জাতিক

ফিলিস্তিনি কারাবন্দিদের পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলো ইসরাইল

| October 12, 2023

এবার ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের কারাকক্ষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ইসরাইল কর্তৃপক্ষ। বুধবার (১১ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ২টা থেকে পানি ও বিদ্যুৎ বন্ধ রয়েছে।

এর আগে শনিবার ইসরাইল সব ফিলিস্তিনিদের নিজ নিজ সেলে বন্দি করে আবদ্ধ ও লকডাউনে রাখার ঘোষণা দেয়। এবার শাস্তির মাত্রা বাড়িয়ে পানি ও বিদ্যুৎ বন্ধ করে দেয়া হলো।

প্রসঙ্গত, হামাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে ফিলিস্তিনি বন্দিদের শাস্তি দিচ্ছে ইসরাইল। দেশটির কারাগারে প্রায় পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি আটক রয়েছে। এর মধ্যে ১৭০ জন শিশু এবং ৩৬ জন নারীও রয়েছে।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply