খেলাধুলা

মেসিময় রাতে মায়ামির প্রথম ক্লাব বিশ্বকাপ জয়

স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক | June 20, 2025

দীর্ঘ ১৭ বছর পর ক্লাব বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল ইন্টার মায়ামি। পর্তুগিজ ক্লাব পোর্তোকে ২-১ গোলে হারিয়েছে তারা। এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দলের প্রাণভোলা লিওনেল মেসি, যিনি দৃষ্টিনন্দন ফ্রি-কিকে জয়সূচক গোলটি করেন। এই গোলের মাধ্যমে মেসি ফিফার সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডও গড়লেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে অবশ্য শুরুতেই ধাক্কা খায় ইন্টার মায়ামি। নিজেদের প্রথম ম্যাচে মিশরীয় ক্লাব আল-আহলির সঙ্গে ড্র করায় এই ম্যাচে জয়ের চাপ ছিল তাদের উপর। ম্যাচের মাত্র অষ্টম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে পোর্তো এগিয়ে যায়। মায়ামি ডিফেন্ডার নোয়াহ অ্যালেন নিজেদের ডি-বক্সে পোর্তোর জোয়াও মারিওকে ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। স্পট কিক থেকে গোল করেন সামু আঘেহোয়া, পোর্তো এগিয়ে যায় ১-০ গোলে। এই লিড পুরো প্রথমার্ধ ধরে রাখে পর্তুগিজ ক্লাবটি। বিরতির আগপর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই পোর্তোর হাতে ছিল, এমনকি তারা লিড দ্বিগুণ করার সুযোগও পেয়েছিল। অন্যদিকে, মেসি বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও সতীর্থদের ব্যর্থতায় পিছিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি।

বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়ায় মেসি-মাশ্চেরানোর দল। দ্বিতীয়ার্ধের মাত্র দ্বিতীয় মিনিটেই অর্থাৎ ম্যাচের ৪৭তম মিনিটে তেলাস্কো সেগোভিয়া গোল করে মায়ামিকে সমতায় ফেরান (১-১)। মার্সেলো উইগান্ধটের মাপা ক্রস থেকে ডি-বক্সের ভেতর হাফভলিতে গোলটি করেন সেগোভিয়া।

৭ মাস পর আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

এরপর আসে মায়ামির লিড নেওয়ার পালা। ম্যাচের ৬৬তম মিনিটে পোর্তোর রদ্রিগো মোরা মেসিকে ডি-বক্সের বাইরে ফাউল করলে ফ্রি-কিক পায় মায়ামি। সেখান থেকেই নিজের আইকনিক বাঁ পায়ের বাঁকানো শটে বল পোর্তোর জালে জড়ান আর্জেন্টাইন অধিনায়ক। তার নিখুঁত শট ডানবারের কোণা দিয়ে জালে প্রবেশ করে। মায়ামি ২-১ গোলে এগিয়ে যায়।

এটি ছিল ফিফা ইভেন্টে মেসির ২৫তম গোল। এর মধ্য দিয়ে ২০ বছরে ১০টি টুর্নামেন্ট খেলে ফিফার প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন তিনি।
ম্যাচের বাকি সময়ে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালায়, তবে স্কোরলাইন আর পরিবর্তন হয়নি। ফলে ইন্টার মায়ামি ২-১ গোলে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় নিশ্চিত করে।

এই জয়ে দুই ম্যাচে ইন্টার মায়ামির সংগ্রহ দাঁড়ালো ৪ পয়েন্ট (১ জয়, ১ ড্র)। ৩২ দল নিয়ে বৃহৎ পরিসরে আয়োজিত ক্লাব বিশ্বকাপের ‘এ’ গ্রুপে তারা এখন দ্বিতীয় স্থানে রয়েছে। সমান ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। নকআউট পর্বে ওঠার লড়াইয়ে এই দুই দলই এখন ভালো অবস্থানে আছে।

স্বাআলো/এস

Shadhin Alo