মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: জেলার শার্শা উপজেলার গোড়পাড়ায় টয়লেটের সেফটি ট্যাংকির ভিতর থেকে ৩৮ কেজি গাঁজাসহ আয়না মতি (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১ এপ্রিল) শার্শার হরিণাপোতা গ্রাম থেকে তাকে আটক করা হয় ।
গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সালাউদ্দিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শার্শা থানাধীন লক্ষণপুর ইউনিয়নের হরিণাপোতা পূর্বপাড়া গ্রামের জনৈক মুনসুর হোসেনের বসতবাড়ির পিছনে টয়লেটের সেফটি ট্যাংকির মধ্যে গাঁজার একটি চালান মজুদ করা হয়েছে।
এমন সংবাদের ভিত্তিতে এসআই সালাউদ্দিন খান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে টয়লেটের সেফটি ট্যাংকির নিচে থেকে প্লাস্টিকের দুইটি ড্রামে ভর্তি ৩৮ কেজি গাঁজা উদ্ধারপূর্বক উক্ত গাজার ব্যবসার সাথে জড়িত থাকা আয়না মতিকে (৪০) আটক করা হয়।
এ সংক্রান্তে শার্শা থানায় মামলা হয়েছে।
স্বাআলো/এসআর