জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের শরনখোলা উপজেলা সদরের রায়েন্দা পাঁচ রাস্তা মোড়ে একটি দোকানে জ্বালানো মোমবাতি থেকে আগুন লেগে ১২টি দোকান ও তিনটি বাসাবাড়ী পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২৭ জুন) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয়রা ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করে।
বাগেরহাটে নৌকা ডুবে জেলে নিখোঁজ
ক্ষতিগ্রস্তরা জানান, পাচ রাস্তার মোড়ের জাকির হোসেনের মুদি দোকানের ভিতরে মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয়। বিদ্যুৎ চলে যাওয়ায় জাকির হোসেন মোমবাতি জ্বালিয়ে দোকানদারী করার পর মোমবাতি না নিভিয়ে দোকান বন্ধ করে বাড়ীতে চলে যায়। রাত সোয়া ১০ টার দিকে ওই দোকান থেকে আগুন লেগে যায়। আশ পাশের দোকানদাররা জাকিরের দোকানের তালা ভাংঙ্গার চেষ্টা করলেও কাজ হয়নি। স্বল্প সময়ের মধ্যে আগুন চারি দিকে ছড়িয়ে যায়।
বাগেরহাটে দোকানে আগুন, ৬ লাখ টাকার ক্ষতি
খবর পেয়ে শরনাখোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও ও থানা পুলিশ এসে আগুন নিয়ন্ত্রন করলেও ওই সময়ে মধ্যে তিনটি মিষ্টির দোকান, একটি ইলেকট্রিক দোকান, একটি ওষুধ দোকান ও সাতটি মুদি দোকান এবং তিনটি বাসা বাড়ী আগুনে পুড়ে যায়। সব মিলিয়ে কোটি টাকারও বেশী ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
শরনখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম কামরুজ্জামান খান শুক্রবার (২৮ জন) বলেন, বিদ্যুৎ চলে যাওয়ার সন্ধার পর থেকে দোকানদাররা মোমবাতি জ্বালিয়ে দোকানদারী করেছে। একটি দোকানে মোমবাতি জ্বালানো অবস্থায় দোকান বন্ধ করে চলে যায়। ধারনা করা হচ্ছে ওই দোকান থেকে আগুনের সুত্রপাত হয়ে বাকী গুলি পুড়ে যায়। শরনখোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ যৌথভাবে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করা হয়।
শরনখোলা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে দোকানদারদের কিছু মালামাল উদ্ধার করে। যা পরবর্তীতে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।
স্বাআলো/এস