ঢাকা অফিস: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ প্রদানের মাধ্যমে তিনি এই বার্ষিক পুলিশ সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। এছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‘আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী পুলিশ সপ্তাহ উদযাপিত হচ্ছে। এবারের আয়োজনে পুলিশের অতিরিক্ত আইজি, সকল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপারসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী দিনের কর্মসূচির অংশ হিসেবে, প্রধান উপদেষ্টা বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর পদকের জন্য ঘোষিত ৬২ জন কৃতি পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেন এবং তাদের অসামান্য সেবার প্রশংসা করেন।
স্বাআলো/এস