চৌগাছায় বাওড় দখলের চেষ্টা, চাঁদা না দেয়ায় মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকি

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছার বল্লভপুর গ্রামে চাঁদা না পেয়ে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মৎস্যজীবী পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি ও বাওড় দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় কতিপয় ব্যক্তির বিরুদ্ধে।

এসময় মৎসজীবী সমবায় সমিতির সদস্যদের মাছ ধরার প্রায় সাত লাখ টাকার জাল কেটে নষ্ট করে দেয় দূর্বত্তরা।

শুক্রবার (২১ জুন) উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর হিন্দুপল্লীতে আতঙ্ক বিরাজ করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক তারক কুমার বিশ্বাস স্থানীয় কিছু ব্যক্তি যেকোনো সময় বড় ধরনের ক্ষতি করতে পারে আশঙ্কায় বৃহস্পতিবার (২০ জুন) চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে বলা হয়, আমরা বল্লভপুর বাওড় ছয় বছরের জন্য (১৪৩১-১৪৩৬ বাংলা) যশোর জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের কাছ থেকে ইজারা নিয়ে মৎস্য চাষ করি। বাওড়ে আমরা ৭০ লাখ টাকার মাছ চাষ করেছি।

চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বল্লভপুর গ্রামের আইজেল হক, জিন্নাত মণ্ডল, কার্তিক বিশ্বাস, সবদার আলী, খালেক হোসেন, সোহরাব গাজী, গহর মল্লিক, মিজানুর রহমান, শুকুর মল্লিক ও আলম বিশ্বাসের নেতৃত্বে জোরপূর্বক বাওড় দখলে ব্যর্থ হয়ে বিভিন্ন সময়ে আমাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করছে। আমরা চাঁদা দিতে না চাওয়ায় তারা আমাদের প্রাণনাশের হুমকি ধামকি দিচ্ছে। আমরা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অধিবাসী। বিবাদীদের এই হুমকি মৎস্যখাতে ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছি।

জিডি করার পরেও শুক্রবার (২১ জুন) মৎস্যজীবীরা মাছ ধরতে গেলে আইজেলের নেতৃত্বে দূর্বৃত্তরা তাদের বাধা দিয়ে সাত লাখ টাকার মাছ ধরার জাল কেটে নষ্ট করে দেয় এবং হত্যার হুমকি ধামকি দিয়ে চলে যায়।

বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক তারক কুমার বিশ্বাস বলেন, ভূমি মন্ত্রণালয় থেকে ছয় বছর মেয়াদে (১৪৩১-১৪৩৬ বঙ্গাব্দ) চৌগাছার বল্লভপুর বাওড় জলমহালটি ইজারা নিয়ে চাষ করছে বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। এর আগে তিন বছর মেয়াদে জেলা প্রশাসনের কাছ থেকে ইজারা নিয়ে সমিতি বাওড়ে মাছ চাষ করেছে। দীর্ঘদিন ধরে এলাকার কিছু দুর্বৃত্ত জোরপূর্বক বাওড়টি দখলের পায়তারা করছে। গত দ্বাদশ সংসদ নির্বাচনের পরের দিনও দখলের চেষ্টা করলে স্থানীয় এমপি ডা. তৌহিদুজ্জামান তুহিনের হস্তক্ষেপে ব্যর্থ হয় ওই চক্রটি। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনের আগে তারা আমাদের হুমকি দেয় নির্বাচনের পর বাওড় দখল করে নিবে। নির্বাচনের পর থেকেই অব্যাহতভাবে হুমকি দিয়ে আসছে সন্ত্রাসীরা। আমাদের ক্ষতি করতে পারে, এই আশঙ্কায় গত ২০ জুন ২০২৪ তারিখে চৌগাছা থানায় ১০ জনের নাম উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করি। তবুও শুক্রবার (২১ জুন) সমিতির সদস্যরা বাওড়ের মাছ শিকারের প্রস্তুতি নেয়ার সময় গ্রামের ফকির চাঁদের ছেলে আইজেল হক, মতলেব মণ্ডলের ছেলে জিন্নাত মণ্ডল, নিমাই বিশ্বাসের ছেলে কার্তিক বিশ্বাস, হাশেম আলী ছেলে সবদারের নেতৃত্বে ৪০/৫০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হানা দেয়। তারা হুংকার দেয় তাদেরকে কোটি টাকার চাঁদা পরিশোধ না করে বাওড়ে মাছ শিকারে নামলে হাত-পা কেটে নেয়া হবে। এসময় অকথ্য ভাষায় গালিগালাজ করে।

বিষয়টি তাৎক্ষনিকভাবে চৌগাছা থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অবহিত করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সন্ত্রাসীরা প্রায় সাত লাখ টাকা মূল্যের জাল কেটে নষ্ট করে দেয়। একই সাথে সদস্যদের লাঞ্ছিত করে। বাধা দিলে হত্যা করা হবে বলে হুমকি দেয়। সম্পূর্ণ ঘটনা চৌগাছা থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মৌখিকভাবে জানানো হয়েছে।

বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি সঞ্জয় কুমার রায় বলেন, গত ইউপি নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করে হেরে যাওয়া আইজেল হোসেনের নেতৃত্বে গ্রামের কতিপয় দূর্বৃত্ত বেপরোয়া হয়ে উঠেছে। তাদের অত্যচারে আমরা চরম আতঙ্কে দিন পার করছি। বর্তমানে বাওড়ে আমাদের প্রায় ৭০ লক্ষ টাকার সম্পদ রয়েছে। যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছি। একই সাথে জীবনের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, বর্তমানে যারা বাওড়টি ইজারদার, তারা শুক্রবার মাছ ধরতে গেলে অপর একটি পক্ষ বাওড়ে আসে। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তাৎক্ষণিক পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে যায়। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক। দুই পক্ষকে উপজেলা নির্বাহী অফিসার ডেকেছেন। সমাধানের টেষ্টা চলছে।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, বর্তমান ইজারাদাররা শুক্রবার মাছ ধরবেন, এ মর্মে তারা লিখিতভাবে জানিয়েছেন। তারা মাছ ধরতে নামলে অপর একটি পক্ষ বাধা দেয়। সেটা নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টির হয়। বিষয়টি সমাধান করার জন্য দুই পক্ষকে ডাকা হবে।
এ বিষয়ে চেষ্টা করেও অভিযুক্তদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

`সড়কে ফিটনেসবিহীন বাস চলবে না’

সারাদেশে মোট ১৪ হাজার অনুমোদিত বাস ও ট্রাকের ফিটনেস...

পবিত্র শবে মেরাজ ২৭ জানুয়ারি 

বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ...

পটুয়াখালীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের...

কাল খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

হালনাগাদ শেষে বৃহস্পতিবার (২ জানুয়ারি) খসড়া ভোটার তালিকা প্রকাশ...