জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: জেলার কালীগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাগ্নে টিপু সুলতানকে মারধরের ঘটনায় পৌরসভার মেয়র আশরাফুল আলমসহ ১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে।
সোমবার (২৫ মার্চ) কালীগঞ্জ থানায় হাজির হয়ে মামলাটি করেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ছোট বোন রিজিয়া বেগম।
তুচ্ছ ঘটনায় মারধরের শিকার টিপু সুলতানের ডান পা ভেঙ্গে গেছে। আহত টিপু সুলতান বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। আহত টিপু সুলতান প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহকারী কাম টাইপিস্ট পদে কর্মরত।
মামলার অন্য আসামিরা হলেন- পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর রুবেল হোসেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ, মেয়রের ছোট ভাই সোহান বাবু, মেয়রের ভাগ্নে সবুজ হোসেন, ইরফান রাজা রুকু, জাবেদ হোসেন জুয়েল, মুরাদ জোয়ার্দার বাবলু, শিহাব হোসেন, সুমন হোসেন, সাগর হোসেন, কামরান হোসেন, জুয়েল হোসেন, উজ্জল দাস। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ১০/১৫ জনকে।
মামলার এজাহারে বাদী রিজিয়া বেগম উল্লেখ করেছেন, গত ২৫ ডিসেম্বর তার স্বামী মারা যান। চাকরির সুবাদে তারা মোবারকগঞ্জ সুগার মিলের কলোনীতে থাকেন। শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় তার বড় ছেলে টিপু মায়ের সাথে দেখা করতে বাড়িতে আসে। শুক্রবার দুপুরে জুম্মার নামাজ আদায় করে কালীগঞ্জ শহরের চায়না বেডিং এন্ড কটন শপে পাপস কিনতে যায়। সামনে জায়গা না থাকায় রাস্তার এক পাশে মোটরসাইকেল রেখে দোকানে পাপস কিনতে যায় টিপু। এ সময় পৌরসভার মেয়র আশরাফুল আলম ঘটনাস্থলে গিয়ে এই মোটরসাইকেল কার জানতে চাই। তার বড় ছেলে দোকন থেকে বেরিয়ে এসে বলে আমার। এ সময় মেয়র অকথ্য ভাষায় মা-বাবা তুলে গালিগালজ করতে থাকে। তখন তার ছেলে মা-বাবা তুলে গালিগালাজ করার প্রতিবাদ করে। তখনই মেয়র আশরাফুল আলম ও তার সাথে থাকা ২নং ওয়ার্ডের কাউন্সিলর রুবেল হোসেন তার ছেলেকে মারধর শুরু করে। পরে সেখানে মেয়রের ভাই-ভাগ্নেসহ উক্ত আসামিরা মারধর করে। তিনি এ ঘটনার শাস্তি দাবি করেন।
এ বিষয়ে জানতে পৌর মেয়র আশরাফুল আলমের মোবাইলে ফোন দিলেও সেটি বন্ধ পাওয়া গেছে।
কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, এ ঘটনায় রিজিয়া বেগম নামে এক নারী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। আটককৃত আসামিরা হচ্ছেন, বাবু, শিহাব, কামরান। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
স্বাআলো/এস