১৫ বছর চাকরি করলেই মিলবে পেনশন

সরকারি কর্মচারীরা ১৫ বছর চাকরি করার পর যদি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন, তবে তাদের পেনশনসহ সব ধরনের অবসর সুবিধা দেয়ার প্রস্তাব করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী প্রতিবেদন জমা দেন। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটির সারসংক্ষেপ প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, সরকারি কর্মচারীদের জন্য ১৫ বছর চাকরি করার পর অবসর গ্রহণের সুযোগ দেয়া হবে ও তাদের সব সুবিধা, পেনশন, প্রদান করা হবে। এই প্রস্তাব কর্মজীবনের পথে পরিবর্তন করতে চাওয়া কর্মীদের জন্য একটি সুযোগ হিসেবে কাজ করবে।

আরেকটি সুপারিশ হলো, সরকারি কর্মচারীদের বাধ্যতামূলক অবসর বা ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) পাঠানোর বিধান বাতিল করা।

প্রসঙ্গত, বর্তমানে সরকারি কর্মচারীরা ২৫ বছর চাকরি করার পর স্বেচ্ছায় অবসর গ্রহণ করলে পেনশনসহ সব অবসর সুবিধা পান। এ ছাড়া ২৫ বছর চাকরি করার পর সরকার যদি কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠায়, তাহলে তাদেরও পেনশন সুবিধা প্রদান করা হয়।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

আর্থিক লেনদেনের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সদস্য সচিব জেসিনার পদ স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার সদস্য সচিব জেসিনা মোরশেদ...

স্লোগানে স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২, ভাঙচুর-আগুন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে...

যশোর জেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন

যশোর জেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। পুরোনো...

নতুন দুইটি বিভাগ গঠন ও উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের সুপারিশ

কুমিল্লা ও ফরিদপুর নামে দুইটি নতুন বিভাগ গঠন করার...