কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি

খুলনা ব্যুরো: শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন এবং আমরণ অনশনের মুখে অবশেষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মাদ মাছুদ এবং উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. শেখ শরিফুল আলমকে তাদের নিজ নিজ দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের নিচতলায় প্রদর্শনী কক্ষে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটি পাঠ করে শোনান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান।

এসময় তিনি জানান, কুয়েটের সাম্প্রতিক সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

কুয়েট ভিসির পদত্যাগ দাবি: ১৬ ঘণ্টা পার, আমরণ অনশনে শিক্ষার্থীরা, তাকিয়ে অন্তর্বর্তী সরকারের দিকে

অন্তর্বর্তীকালীন সময়ের জন্য বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন অর রশিদকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেয়া হয়েছে। অধ্যাপক তানজীম উদ্দিন খান আরো বলেন, দ্রুততম সময়ের মধ্যে সার্চ কমিটির মাধ্যমে স্থায়ী উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে।

প্রজ্ঞাপন শোনার পর ইউজিসি প্রতিনিধি দলের সদস্যরা অনশনরত শিক্ষার্থীদের জুস পান করিয়ে তাদের অনশন ভাঙান। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এবং ভিসি ও প্রো-ভিসির অব্যাহতির খবরে ক্যাম্পাসে তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল বের করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

ভিসি পদত্যাগের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদল কর্মীদের সংঘর্ষ হয়, যাতে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছিলেন। এই ঘটনার পর শিক্ষার্থীরা ৬ দফা দাবি নিয়ে আন্দোলনে নামে। পরিস্থিতির অবনতি হলে ২৫ ফেব্রুয়ারি কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে।

তবে, বিশ্ববিদ্যালয় বন্ধের মধ্যেই গত ১৩ এপ্রিল শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করে অবস্থান নেয়। ১৪ এপ্রিল রাতে এক জরুরি সিন্ডিকেট সভায় কর্তৃপক্ষ আগামী ৪ মে থেকে ক্লাস শুরুর ঘোষণা দেয় এবং আন্দোলনে জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে। শিক্ষার্থীরা সিন্ডিকেটের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে পরদিন, ১৫ এপ্রিল, আবাসিক হলের তালা ভেঙে প্রবেশ করে এবং উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে আন্দোলন শুরু করে। দাবি আদায়ে ২২ এপ্রিল দুপুর ৩টা থেকে তারা আমরণ অনশন কর্মসূচি পালন করছিলো, যা ভিসি ও প্রো-ভিসির অব্যাহতির ঘোষণার পর প্রত্যাহার করা হয়।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

সাতক্ষীরায় জেলি পুশকৃত ২১০ কেজি চিংড়ি জব্দ, আটক ২

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে ক্ষতিকারক জেলি পুশকৃত ২১০...

ঝিকরগাছায় আ.লীগের ২ ইউপি সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায়...

পাকিস্তানিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করেছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬...

বাগেরহাটে অপহৃত ৩ শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার, ৪ অপহরণকারী গ্রেফতার

জেলা প্রতিনিধি, বাগেরহাট: ব্যবসায়িক কাজে এসে বাগেরহাটের মোল্লাহাটে অপহৃত...