হামলার পরিকল্পনা ভারতের, জবাব দিতে প্রস্তুত পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক::

ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত সীমান্ত এলাকায় হামলার পরিকল্পনা করছে এবং পাকিস্তান এ ধরনের যেকোনো আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (ISPR) এক বিবৃতিতে জানায়, “ভারতের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ ও হুমকির জবাবে পাকিস্তান সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রয়োজনে কঠোর জবাব দেব।”

অন্যদিকে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে অনুষ্ঠিত একটি প্রতিরক্ষা সম্মেলনে বলেন, “ভারতের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব কঠিন হবে। ভারত তার ভূখণ্ডের সুরক্ষায় কোনো আপস করবে না।”
সাথে ভারতীয় সেনাপ্রধান জেনারেল মণোজ পান্ডেও বলেন, “সীমান্ত এলাকায় যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত।”

দুই দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “ভারত নিজের সুরক্ষা ও স্বার্থ রক্ষায় কোনো আপস করবে না। সীমান্তে শান্তি প্রতিষ্ঠা করতে আমরা সবসময় প্রস্তুত, কিন্তু আমরা কোনো ধরনের আগ্রাসনের কাছে নতি স্বীকার করব না। ভারতের সশস্ত্র বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত এবং কোনো হুমকি গ্রহণ করবে না।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তার প্রতিক্রিয়ায় বলেন, “পাকিস্তান কোনো যুদ্ধ চায় না, তবে আমাদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত। আমরা একে অপরকে সম্মান দিয়ে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ার দিকে মনোযোগী, কিন্তু যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা হবে।”

সীমান্তে গুলিবিনিময়

২৭ এপ্রিল রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর কয়েকটি এলাকায় ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে তীব্র গুলিবিনিময় হয়েছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

BBC ও Al Jazeera-র খবরে বলা হয়, গুলিবিনিময়ে উভয়পক্ষের বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন। যদিও এখনো হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি। সীমান্তবর্তী গ্রামগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বহু সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছে।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় দেশকে উত্তেজনা নিরসন ও সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ভারত ও পাকিস্তান, উভয় দেশের উচিত শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা। যেকোনো সামরিক সংঘাত পুরো অঞ্চলের জন্য ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে।”

বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত থাকলে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি হতে পারে।

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

কয়রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কে অব্যাহতি

কয়রা (খুলনা) প্রতিনিধি::বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলা আহ্বায়ক গোলাম...

যশোরে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার রামনগরে নিখোঁজ হওয়ার একদিন...

বাগেরহাটে মুখে টেপ লাগানো যুবকের লাশ উদ্ধার

আজাদুল হক, বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় মুখে কসটেপ প্যাঁচানো...

চৌগাছা উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী আটক

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ...