চৌগাছা (যশোর) প্রতিনিধি: ঢাকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলকর্মী জাহিদ ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের অবিলম্বে গ্রেফতারে ও শাস্তির দাবিতে যশোরের চৌগাছায় মানববন্ধন করেছে ছাত্রদল।
সোমবার (২১ এপ্রিল) চৌগাছা সরকারি কলেজ ও তরিকুল ইসলাম পৌর কলেজ ছাত্রদলের উদ্যোগে পৃথকভাবে এই কর্মসূচি পালিত হয়।
চৌগাছা সরকারি কলেজ এবং তরিকুল ইসলাম পৌর কলেজের সামনের সড়কে আয়োজিত এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা পারভেজ হত্যাকারীদের বিরুদ্ধে স্লোগান দেন এবং অবিলম্বে তাদের আইনের আওতায় আনার দাবি জানান। ছাত্রদল নেতারা বলেন, জাহিদ ইসলাম পারভেজ ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একজন সক্রিয় কর্মী এবং গত জুলাই-আগস্টের সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
চৌগাছায় মানবপাচার প্রতিরোধে রেফারেল নেটওয়ার্ক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে পারভেজ হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
চৌগাছায় গরু চোর চক্রের ৩ সদস্য আটক
পৃথক এই মানববন্ধনে উপস্থিত ছিলেন- যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন ইসলাম তুহিন, চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাকিব হাসান, উপজেলা ছাত্রদল নেতা মাজিদুল ইসলাম, আরিফুর রহমান, সিংহাঝুলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারহান নাদিম, সরকারি কলেজ ছাত্রদল নেতা সাকিব হোসেন, তরিকুল ইসলাম পৌর কলেজ ছাত্রনেতা রয়েল ইসলামসহ উভয় কলেজের বিভিন্ন স্তরের ছাত্রদল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
স্বাআলো/এস